সোমবার (০৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার রামজীবনপুরের একটি আমবাগান থেকে তাদের আটক করা হয়। বিকেলে পৌনে ৫টায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যেমে বিষয়টি জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- রামজীবনপুর এলাকার ইয়ামিন ইসলামের ছেলে শামীম রেজা (২৩) ও মৃত মোহর মণ্ডলের ছেলে মাসুদ রানা (২৫)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে সদর উপজেলার রামজীবনপুরের একটি আমবাগানে অভিযান চালানো হয়। এসময়
সাড়ে তিন কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামীম রেজা ও মাসুদ রানা দীর্ঘদিন যাবত গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
এনটি