সোমবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পাদ্রীশিবপুরে টুটুলের বাড়ি থেকে তাকে আটক করা হয়।
টুটুল গোমেজ পাদ্রীশিবপুর এলাকার মুকুল গোমেজর ছেলে।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে টুটুলের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তিন লিটার চোলাই মদ, ৭০ লিটার জাবান ও দুই গ্লান মদ তৈরীর কাঁচামালসহ তাকে আটক করা হয়। টুটুল দীর্ঘদিন ধরে নিজেই মদ তৈরী করে উপজেলার বিভিন্নস্থানে বিক্রি করেতেন।
বিকেলে তাকে ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হয়। এরপর বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ শামসুল তাবরীজ টুটুলকে এক বছরের কারাদণ্ডাদেশ দেন।
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
এমএস/এনটি