সোমবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল হোসেন খান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দণ্ডাদেশপ্রাপ্তদের মধ্যে- পটুয়াখালীর খোকন গাজীকে ১৮ মাস ও ট্রাক চালক বরগুনার মো. মাসুমকে ১৩ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল দাস বাংলানিউজকে জানান, পটুয়াখালী জেলার গলাচিপা থেকে ট্রাকে করে জাটকা মাদারীপুরের উদ্দেশ্যে পাচার করা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে মৎস্য কর্মকর্তারা র্যাবের সহায়তায় নগরীর রূপাতলী এলাকায় চেকপোস্ট বসায়। পরে ভোরে ট্রাকটি ওই পথ দিয়ে যাওয়ার সময় ট্রাকটির গতিরোধ করা হয়। এ সময় ট্রাকটি তল্লাশি করে দুই মণ জাটকাসহ তাদের তিনজনকে আটক করা হয়।
পরে দুপুরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক এ রায় দেন। এছাড়া জব্দ করা জাটকাগুলো স্থানীয় এতিমখানা ও দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
এমএস/এজি