ব্রাহ্মণবাড়িয়ায় ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ
ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া শহরের মসজিদ রোড, সড়ক বাজার ও টি. এ রোড এলাকায় অভিযান চালিয়ে ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করেছে পৌর কর্তৃপক্ষ।
সোমবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে পৌরসভার মেয়র নায়ার কবীর এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
অভিযান শেষে মেয়র নায়ার কবীর বলেন, ফুটপাতে অবৈধ স্থাপনার কারণে যানজটের সৃষ্টি হয়।
এছাড়া পথচারীদের নানা দুর্ভোগে পড়তে হয়। তাই যানজটমুক্ত ও পথচারীদের দুর্ভোগ রোধে ফুটপাতের অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়। এরই অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে।
এ সময় সড়কের বিভিন্ন প্রচারণামূলক ব্যানারও অপসারণ করা হয়। এছাড়া শহরকে পরিচ্ছন্ন, যানজটমুক্ত ও দূষণ রোধে এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযানে পৌরসভার নির্বাহী প্রকৌশলী গোলাম মোহাম্মদ, সচিব আবুজর গিফারী, পৌর কাউন্সিলর শরীফ ভান্ডারি ও মিজান আনসারীসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
এজি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।