সোমবার (০৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে কমিটি সদস্যরা রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শুরু করেন।
এর আগে, বিকেল ৪টার দিকে রাজধানীর সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে কমিটির নিজস্ব বৈঠক শুরু হয়; যা চলে পৌনে ৬টা পর্যন্ত।
সার্চ কমিটির হাতে নির্বাচন কমিশন গঠনের জন্য যে ২০ জনের সংক্ষিপ্ত তালিকা ছিল, সেখান থেকে ১০ জনকে চূড়ান্ত করা হয়েছে, এর মধ্যে দুইজন সিইসি। রাষ্ট্রপতি এর মধ্য থেকে আগামী ৫ বছরের জন্য একজনকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চারজনকে নির্বাচন কমিশনার পদে নিয়োগ দেবেন।
গত ২ ফেব্রুয়ারি সার্চ কমিটির বৈঠকে রাজনৈতিক দলগুলোর দেওয়া ব্যক্তিদের নাম থেকে ২০ জনের সংক্ষিপ্ত তালিকা করে তাদের বিষয়ে তথ্য সংগ্রহ ও পর্যালোচনা করা হয়। ওই বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল ওয়াদুদ জানান, আগামী ৮ ফেব্রুয়ারির আগেই রাষ্ট্রপতির কাছে ১০ জনের নামের তালিকা পাঠাবে সার্চ কমিটি।
** সিইসির সংক্ষিপ্ত তালিকায় দুইজন
**ইসি গঠনে সার্চ কমিটির ১০ নাম চূড়ান্ত
** সোমবার নাম প্রস্তাব করতে পারে সার্চ কমিটি
বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
এমআইএইচ/জেপি/আইএ