সোমবার (৬ জানুয়ারি) বিকেলে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নার্গিস বেগম জেলার পীরগঞ্জ উপজেলার রায়পুর ইউনিয়নের কামন্সগাড়ী গ্রামের মাহবুবর রহমানের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে মোটরসাইকেলে করে সাদুল্যাপুর উপজেলার মাদারগঞ্জ থেকে পীরগঞ্জ শহরে যাচ্ছিলেন তারা স্বামী-স্ত্রী। এসময় ঢাকা রংপুর মহাসড়কের পীরগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা দু’জনেই ছিটকে রাস্তার পাশে পড়ে যান। এ সময় ঘটনাস্থলেই নার্গিস বেগমের মৃত্যু হয়।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করীম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, গুরুতর আহত মাহবুবর রহমানকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
আরএ