সোমবার (০৬ ফেব্রুয়ারি) বিকেলে র্যাব-৬ যশোর ক্যাম্পের এএসপি গোলাম মোর্শেদ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে রোববার (০৫ ফেব্রুয়ারি) গভীর রাতে সদর উপজেলার ধর্মতলা-ছুটিপুর সড়কের সুজলপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
নাজমুল সদর উপজেলার খোলাডাঙ্গা ধর্মতলা মোড় এলাকার ইউসুফ আলীর ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, ধর্মতলা-ছুটিপুর সড়কের সুজলপুর এলাকায় অস্ত্র বেচাকেনা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা ওই এলাকায় অভিযান চালায়। এ সময় একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগানসহ নজমুলকে আটক করা হয়।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে অস্ত্র আইনে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেছে বলেও জানা যায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
এজি