ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে অস্ত্রসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৭
যশোরে অস্ত্রসহ আটক ১ যশোরে অস্ত্রসহ আটক ১

যশোর: যশোর সদর উপজেলা থেকে অস্ত্রসহ নাজমুল হাসান শাকিল (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৬) সদস্যরা।

সোমবার (০৬ ফেব্রুয়ারি) বিকেলে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের এএসপি গোলাম মোর্শেদ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে রোববার (০৫ ফেব্রুয়ারি) গভীর রাতে সদর উপজেলার ধর্মতলা-ছুটিপুর সড়কের সুজলপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

নাজমুল সদর উপজেলার খোলাডাঙ্গা ধর্মতলা মোড় এলাকার ইউসুফ আলীর ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, ধর্মতলা-ছুটিপুর সড়কের সুজলপুর এলাকায় অস্ত্র বেচাকেনা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা ওই এলাকায় অভিযান চালায়। এ সময় একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগানসহ নজমুলকে আটক করা হয়।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে অস্ত্র আইনে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেছে বলেও জানা যায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।