সোমবার (০৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা, বিকেল ৪টা এবং রোববার (০৫ ফেব্রুয়ারি) দিনগত রাতে এ দুর্ঘটনাগুলো ঘটে।
নিহতরা হলেন- চাঁন বানু (৪০), হাফেজ মুসা (৩২) ও অন্যজনের নাম জানা যায়নি।
নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক সরফুদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকাল ১০টার দিকে ফতুল্লা মডেল থানার সামনে রাস্তা পারাপারের সময় বোরাক পরিবহনের চাপায় (ঢাকা মেট্রো-জ ১৪-১৫৩২) চাঁন বানু ও বিকেল ৪টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাঁদমারী এলাকায় রড বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ১৬-৮০৫৯) চলন্ত অবস্থায় রাস্তার ওপর ভেঙে পড়লে নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মৃত্যু হয়। তার পরিচয় পাওয়া যায়নি।
রোববার দিনগত রাতে পাগলা থানার মেরি এন্ডারসনের সামনে একটি ট্রাক মোটরসাইকেল আরোহী মুসাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বাংলানিউজকে জানান, একটি ট্রাক আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
আরআইএস/এসএনএস