ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৭
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত

ঢাকা: রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নুরুল আমিন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে যাত্রাবাড়ীর মাতুয়াইল মেডিকেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) তাপস মণ্ডল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। নুরুল আমিন ডেমরার বামইল এলাকায় বাস করতেন।

এসআই জানান, নিহত ব্যক্তি একজন ভ্যানচালক। তিনি যাত্রাবাড়ী মাতুয়াইল মেডিকেলের সামনে দিয়ে ভ্যান চালিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

মরদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ট হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানিয়েছেন এসআই তাপস।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
এজেডএস/আরআইএস/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।