সোমবার (০৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢামেক হাসপাতাল আধুনিকীকরণ কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এই নির্দেশনা দেন।
সভায় হাসপাতালের আধুনিকায়ন কাজের অগ্রগতি পর্যালোচনাকালে কাজের ধীর গতিতে স্বাস্থ্যমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন।
জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ঢামেক হাসপাতালের ওপর ক্রমবর্ধমান চাপ মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে বলে জানান মন্ত্রী। ঢামেক হাসপাতালের বর্তমান স্থাপত্যকলা ঠিক রেখে এর সম্প্রসারণ ও আধুনিকায়নের কাজ করতে হবে এবং এর মধ্য দিয়েই নতুন নকশা উপস্থাপনে সংশ্লিষ্টদের নির্দেশ দেন মোহাম্মদ নাসিম।
এতোদিনেও চূড়ান্ত নকশা প্রণয়নসহ কয়েকটি কাজে উল্লেখযোগ্য অগ্রগতি না থাকায় ক্ষোভ প্রকাশ করে এই প্রকল্প বাস্তবায়নে পরিচালক নিয়োগের সিদ্ধান্ত দেন মন্ত্রী।
সভায় ঢামেক হাসপাতালকে নতুন আঙ্গিকে রূপান্তরকালে শয্যা সংখ্যা পাঁচ হাজারে উন্নীত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সচিব সিরাজুল ইসলাম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, ঢামেকের অধ্যক্ষ অধ্যাপক ইসমাইল খান, ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমানসহ স্বাস্থ্য মন্ত্রণালয়, পূর্ত মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদফতর এবং স্থাপত্য অধিদফরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
এমএন/আরআইএস/আইএ