দিরাইয়ে সুরঞ্জিত সেন গুপ্তের শেষকৃত্য সম্পন্ন
সুনামগঞ্জ: সুনামগঞ্জের দিরাই উপজেলার আনোয়ারপুর গ্রামে নিজ বাড়িতে সুরঞ্জিত সেন গুপ্তের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
সোমবার (০৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং আইন, বিচার ও সংসদ-বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেন গুপ্তের শেষকৃত্য ও অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
এর আগে তার মরদেহ নির্বাচনী এলাকা শাল্লা উপজেলায় নিয়ে যাওয়া হয় শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য।
পরে মরদেহ নিয়ে আসা হয় তার নিজ বাড়িতে। সেখানে রাষ্ট্রীয় সম্মান (গার্ড অব অনার) জানানোর পর দিরাইয়ের বালু মাঠে নিয়ে যাওয়া হয় সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য। সেখানে শ্রদ্ধা নিবেদন ও দিরাইবাসীর শেষ দেখা শেষে তার নিজ বাড়িতে আনা হয়। পরে সুরঞ্জিত সেন গুপ্তের ছেলে সৌমেন সেন বাবার শেষকৃত্য সম্পন্ন করেন।
দিরাই উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, সুরঞ্জিতের নিজের হাতে লাগানো চন্দন গাছ কেটে সেই কাঠ দিয়ে তার দাহ করা হয়।
**শেষকৃত্যের জন্য দিরাইয়ে সুরঞ্জিতের মরদেহ
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
এসআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।