সোমবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলম এ দণ্ডাদেশ দেন।
ঝন্টু দাস ওই এলাকার মদিলাল দাসের ছেলে।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস আহমেদ বাংলানিউজকে জানান, বিকেলে গাঁজা সেবন করার সময় ঝন্টুকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন।
এরপর ঝন্টুকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
এনটি/এসআই