ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

শিমুল হত্যায় জড়িতদের বিচারের দাবিতে সাংবাদিকদের মৌনমিছিল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৭
শিমুল হত্যায় জড়িতদের বিচারের দাবিতে সাংবাদিকদের মৌনমিছিল শ্রীমঙ্গলে স্থানীয় সাংবাদিকদের মৌনমিছিল ও মানববন্ধন-সমাবেশে- ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শ্রীমঙ্গল (মৌলভীবাজার): সমকাল পত্রিকার শাহজাদপুর প্রতিনিধি সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের হত্যাকারীদের বিচার ও সর্বোচ্চ সাজার দাবিতে শ্রীমঙ্গল শহরে স্থানীয় সাংবাদিকরা মৌনমিছিল করেছেন। এ সময় তারা মুখে কালোকাপড় ও বুকে কালো ব্যাজ ধারণ করেন।

সোমবার (০৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব চত্বর থেকে মৌনমিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে চৌমুহনা চত্বরে গিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি গোপাল দেব চৌধুরী ও সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী।

মৌনমিছিল ও সমাবেশে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, ইসমাইল মাহমুদ, সৈয়দ আমিরুজ্জামান, আতাউর রহমান কাজল, চৌধুরী ভাস্কর হোম, দিপংকর ভট্টাচার্য লিটন, শামীম আক্তার হোসেন, ইমাম হোসেন সোহেল, মামুন আহমেদ, এমএ রকিব, কাওসার ইকবাল, সৈয়দ ছায়েদ আহমদ, অনুজ কান্তি দাশ, হৃদয় দেবনাথ, মাহফুজ সুমন, আবুজার বাবলা প্রমুখ।

বক্তারা সাংবাদিক শিমুল হত্যা মামলা দ্রুতবিচার আইনে বিচারের দাবি জানিয়ে হত্যাকারীদের সর্বোচ্চ সাজা ফাঁসির দাবি জানান। সাংবাদিক শিমুলের স্ত্রীকে সরকারি চাকরি দিয়ে তার সন্তানদের দায়দায়িত্ব সরকারিভাবে নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আহবান জানান।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৭
বিবিবি/জিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।