সরকারের ১ কোটি ৭৪ লাখ ৯৯ হাজার ১৬৭ টাকা ক্ষতির অভিযোগের ওই মামলায় সিলেটের বাগবাড়ি এলাকা থেকে মোরশেদকে আটক করে দুদক। সোমবার (৬ ফেব্রুয়ারি) রাতে রাষ্ট্রীয় দুর্নীতিবিরোধী সংস্থাটির উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বাংলানিউজকে এই তথ্য জানান।
তিনি বলেন, রূপা মিয়া নামে এক লন্ডনপ্রবাসী ২০১০ সালে শুল্কমুক্ত-সুবিধায় চট্টগ্রাম পোর্টের মাধ্যমে লেক্সাস ব্রান্ডের গাড়িটি আনেন। পরে সেটি সিলেটের বিশ্বনাথ উপজেলার পঙ্খি খানের মাধ্যমে সুনামগঞ্জের মোরশেদ আলম বেলালের কাছে ২৯ লাখ টাকায় বিক্রি করেন।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সিলেট সার্কেলের সহকারী পরিচালক এনায়েত হোসেন, পরিদর্শক কেশব কুমার ও উচ্চমান সহকারী আবদুর রব গাড়িটি মাত্র ১৭ লাখ টাকায় রেজিস্ট্রেশন করেন। এতে সরকারের রাজস্ব ক্ষতি হয় ১ কোটি ৭৪ লাখ ৯৯ হাজার ১৬৭ টাকা।
গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর মোরশেদ আলমের জিম্মা থেকে গাড়িটি আটক করে, একইসঙ্গে আটক করে তাকেও।
সোমবারই সিলেটের কোতয়ালী মডেল থানায় দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক ফরিদুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর ৭। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) আসামিকে আদালতে তোলা হবে।
বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
এসজে/এইচএ/