ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

লংগদুতে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৭
লংগদুতে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাঙামাটি: রাঙামাটির লংগদু উপজেলায় তানিয়া আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (০৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

তানিয়া ওই উপজেলার আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি এলাকার ইদ্রিস মিয়ার মেয়ে। সে করল্যাছড়ি আরএস উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোমিনুল ইসলাম জানান, সকালে ঘরের আড়ার সঙ্গে তানিয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয় জনগণ। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।