ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে সাবরেজিস্ট্রি অফিসের চাঁদাবাজদের তালিকা তৈরির নির্দেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৭
ঝিনাইদহে সাবরেজিস্ট্রি অফিসের চাঁদাবাজদের তালিকা তৈরির নির্দেশ

ঝিনাইদহ: ঝিনাইদহের ৬টি উপজেলার সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির আড়ালে চাঁদাবাজির সঙ্গে জড়িতদের নাম-ঠিকানা সম্বলিত তদন্ত প্রতিবেদন আগামী ০৮ দিনের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে ঝিনাইদহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন মিস ০৩/১৪ নং মামলায় ৬টি উপজেলার সাব-রেজিস্টারদের এ নির্দেশ দেন।

ফৌঃ কাঃ বিঃ ১৯৯৮ সালের ২৫ ধারার ক্ষমতাবলে ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন এ আদেশ দেন।

আদেশে বলা হয়েছে, ঝিনাইদহ জেলার ৬টি উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির নামে সিন্ডিকেট করে গলাকাটা ফি আদায় করার অভিযোগে বিভিন্ন দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে।

প্রকাশিত কিছু সংবাদ ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেনের দৃষ্টিগোচর হয়। তাই তিনি জেলার ৬টি উপজেলার সাব রেজিস্টারদের অধীনস্থ এলাকায় তদন্ত পূর্বক দলিল লেখক সমিতির নামে সিন্ডিকেট তৈরি করার চাঁদাবাজদের নাম ঠিকানা সম্বলিত প্রতিবেদন আগামী ১৪ই ফেব্রুয়ারির মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।