সোমবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে ঝিনাইদহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন মিস ০৩/১৪ নং মামলায় ৬টি উপজেলার সাব-রেজিস্টারদের এ নির্দেশ দেন।
ফৌঃ কাঃ বিঃ ১৯৯৮ সালের ২৫ ধারার ক্ষমতাবলে ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন এ আদেশ দেন।
আদেশে বলা হয়েছে, ঝিনাইদহ জেলার ৬টি উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির নামে সিন্ডিকেট করে গলাকাটা ফি আদায় করার অভিযোগে বিভিন্ন দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে।
প্রকাশিত কিছু সংবাদ ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেনের দৃষ্টিগোচর হয়। তাই তিনি জেলার ৬টি উপজেলার সাব রেজিস্টারদের অধীনস্থ এলাকায় তদন্ত পূর্বক দলিল লেখক সমিতির নামে সিন্ডিকেট তৈরি করার চাঁদাবাজদের নাম ঠিকানা সম্বলিত প্রতিবেদন আগামী ১৪ই ফেব্রুয়ারির মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছেন।
বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
এজি