পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় অটোরিকশার চাকায় ওড়না পেচিয়ে জান্নাতী (০৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (০৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার মহিপুরের ডালবুগঞ্জ ইউনিয়নের গাববাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, বাবা নুরুল ইসলাম ও মা রেনু বেগমের সঙ্গে ইজিবাইকে কুয়াকাটার নানা বাড়ি থেকে ডালবুগঞ্জের মিরপুর গ্রামের নিজের বাড়ি ফিরছিলো জান্নাতী।
এসময় জান্নাতীর ওড়না অটোরিকশার চাকার সঙ্গে পেচিয়ে শ্বাস বন্ধ হয়ে সে ঘটনাস্থলেই মারা যায়।
বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
এমএস/এনটি
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।