বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান এ জরিমানা করেন।
অর্থদণ্ড প্রাপ্তরা হলেন-আদিতমারী উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের চন্দনপাট বুড়িরদীঘি এলাকার নরেশ চন্দ্রের ছেলে রুমন চন্দ্র (৩১), একই উপজেলার ভাদাই ইউনিয়নের ভেটেশ্বর গ্রামের আসাদুজ্জামানের ছেলে রেজাউল করিম পারভেজ (২৪), কালীগঞ্জ উপজেলার তেতুলিয়া গ্রামের মকবুল হোসেনের ছেলে মাজেদুল ইসলাম (২৩) ও একই এলাকার বারাজান গ্রামের সাহার উদ্দিনের ছেলে রুমেল মিয়া (২৩)।
আদিতমারী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাসুদ রেহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে উপজেলার টিপের বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রকাশ্যে মাদকসেবন অবস্থায় পারভেজ, রুমেল ও মাজেদুলকে আটক করা হয়। অপর একটি অভিযানে বুড়িরদীঘি এলাকা থেকে গাঁজা সেবন অবস্থায় রুমনকে আটক করা হয়।
পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তারা দোষ স্বীকার করায় বিচারক পারভেজ, মাজেদুল ও রুমেলকে পাঁচ হাজার টাকা করে ১৫ হাজার টাকা এবং রুমনকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭
আরবি/