ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ফুলবাড়িয়ায় নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৭
ফুলবাড়িয়ায় নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ নিষিদ্ধ পিরানহা মাছ- ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ৫০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিন মাছ ব্যবসায়ীকে ৫’শ টাকা করে এক হাজার ৫’শ টাকা জরিমানা করা হয়।

বুধবার (০৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে ফুলবাড়িয়া মাছ বাজারে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিরা তরফদার।

লিরা তরফদার বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযান শেষে জব্দ নিষিদ্ধ পিরানহা পুড়িয়ে ধ্বংস করা হয়।

বাংলাদেশ সময়: ০৪০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭
এমএএএম/এসআরএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।