উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (০৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ‘আমার বন্ধুরা’ নামে সামাজিক সংগঠনের মাধ্যমে অসহায় দুই প্রতিবন্ধীকে এ চেয়ার দেওয়া হয়।
হুইল চেয়ার পেয়ে স্থানীয় আমুয়াকান্দার ইউনুস আলী (৪০) ও রামভদ্রপুর ইউনিয়নের খড়িয়াপাড়া গ্রামের সীমা আক্তার (৮) ভীষণ খুশি।
হুইল চেয়ার বিতরণ করেন ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদ হোসেন চৌধুরী। এ সময় উপজেলার ভাইস চেয়ারম্যান (মহিলা) মনোয়ারা খাতুন, উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ কামরুজ্জামান ও সমাজসেবক আব্দুল মালেক উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘন্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭
এমএএএম/টিআই