ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

হুইল চেয়ার পেয়ে খুশি ইউনূস ও সীমা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৭
হুইল চেয়ার পেয়ে খুশি ইউনূস ও সীমা দুই প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরণ, ছবি: অনিক খান

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুর উপজেলায় দুই প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরণ করেছে স্থানীয় উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (০৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ‘আমার বন্ধুরা’ নামে সামাজিক সংগঠনের মাধ্যমে অসহায় দুই প্রতিবন্ধীকে এ চেয়ার দেওয়া হয়।

হুইল চেয়ার পেয়ে স্থানীয় আমুয়াকান্দার ইউনুস আলী (৪০) ও রামভদ্রপুর ইউনিয়নের খড়িয়াপাড়া গ্রামের সীমা আক্তার (৮) ভীষণ খুশি।

হুইল চেয়ার বিতরণ করেন ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদ হোসেন চৌধুরী। এ সময় উপজেলার ভাইস চেয়ারম্যান (মহিলা) মনোয়ারা খাতুন, উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ কামরুজ্জামান ও সমাজ‍সেবক আব্দুল মালেক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘন্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭
এমএএএম/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।