সেই সঙ্গে তাদের তিন হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই মাস করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। এ মামলার অপর ৩৪ নেতাকর্মীকে খালাস দেওয়া হয়েছে।
বুধবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা এ দণ্ডাদেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৬ মে বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি মামলায় ঢাকার সিএমএম আদালতে জামিন আবেদন করেন। ওই সময় আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ খবরে ঠাকুরগাঁও বিএনপি ও ছাত্রদল কর্মীরা বিক্ষুদ্ধ হয়ে ওইদিন বিকেলে বেশ কিছু দোকানপাট ও ব্যাংক ভাঙচুর করে। এছাড়া রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এ ঘটনায় পুলিশ জাহিদ হাসান, আরিফ হোসেন, হোসেন আলী ও শামীম আলী নামে চারজনকে গ্রেফতার করে। এরপর পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করে। মামলার তদন্তকারী কর্মকর্তা ওই চারজনসহ ছাত্রদলের ৩৮ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন। মামলার দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় দুপুরে ওই চারজনকে তিন বছর করে সশ্রম কারাদণ্ডাদেশ ও তিন হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই মাস করে কারাদণ্ডাদেশ দেন আদালত। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় একই মামলার অপর ৩৪ নেতাকর্মীকে খালাস দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭
এনটি/এসআই