ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রামগতিতে জাটকা পরিবহন করায় ৩ ব্যক্তির জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৭
রামগতিতে জাটকা পরিবহন করায় ৩ ব্যক্তির জরিমানা

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতিতে জাটকা পরিবহন করার দায়ে তিন ব্যক্তিকে পাঁচ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম শফি কামাল এ জরিমানা করেন।
 
অর্থদণ্ড প্রাপ্তরা হলেন-কমলনগর উপজেলার চর ফলকন গ্রামের শরিফ উদ্দিনের ছেলে বাহার হোসেন (২৭), রামগতি উপজেলার সুজন গ্রামের আজাদ উদ্দিনের ছেলে আক্তার হোসেন (১৬) ও একই গ্রামের আবদুস সালামের ছেলে ফিরোজ (৩৫)।

রামগতি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মঈন উদ্দিন বাংলানিউজকে জানান, মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রামগতির পৌর আশ্রম এলাকা থেকে এক ট্রাক (প্রায় ৫০ মণ) জাটকা জব্দ করা হয়। এসময় জাটকা বহনকারী ট্রাক থেকে পরিবহনের সঙ্গে জড়িত তিন ব্যক্তিকে আটক করা হয়।

পরে রোববার দুপুরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তারা দোষ স্বীকার করায় বিচারক এ জরিমানা করেন।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।