এ উপলক্ষে বুধবার (০৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’, নাটোর জেলা।
সংবাদ সম্মেলনে ক্যাম্পেইন বাংলাদেশের হেড অব অপারেশন এমএ সামাদ বলেন, আগামী ২৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনী স্বাক্ষরের মধ্য দিয়ে শুরু হবে এ গণস্বাক্ষর অভিযান।
তিনি বলেন, দেশের চলমান সন্ত্রাস, জঙ্গিবাদ ও মৌলবাদ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনগণের মাঝে ব্যাপক গণসচেতনতা সৃষ্টি করাই এ গণস্বাক্ষরের মূল লক্ষ্য।
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭
এএম/ওএইচ/আরআই