মৃত ব্যক্তির সহকর্মী আবদুল করিম বাংলানিউজকে জানান, নির্মাণাধীন ভবনের ১১ তলায় কাজ করার সময় হঠাৎ পড়ে যায় আলামিন। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেকে) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৪টায় তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ বক্সের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, মৃত আলামিনের গ্রামে বাড়ি বরিশালে বলে জানা গেছে। মরদেহ মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৬
এজেডএস/এসআরএস/আরআই