বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বাটিয়াভিটা এলাকায় এ দুঘর্টনা ঘটে।
নিহত দেলোয়ার লাকসাম পৌর এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, সকালে নোয়াখালী থেকে ঢাকাগামী জোনাকি এক্সপ্রেস লাকসামগামী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা যাত্রী দেলোয়ার মারা যান এবং অটোরিকশার আরো চার যাত্রী গুরুতর আহত হন। নিহতের মরদেহ স্বজনরা নিয়ে গেছেন।
লাকসাম ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট ইব্রাহিম খলিল বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠিয়েছিলাম। তবে পুলিশ গিয়ে সেখানে মরদেহ কিংবা দুঘর্টনা কবলিত অটোরিকশা পায়নি।
বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭
আরবি/আরএ