ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

লাকসামে বাসচাপায় অটোরিকশা যাত্রী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৭
লাকসামে বাসচাপায় অটোরিকশা যাত্রী নিহত

কুমিল্লা: কুমিল্লার লাকসাম উপজেলায় বাসচাপায় দেলোয়ার হোসেন (৬৫) নামে সিএনজি চালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও চারজন যাত্রী।

বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বাটিয়াভিটা এলাকায় এ দুঘর্টনা ঘটে।

নিহত দেলোয়ার লাকসাম পৌর এলাকার বাসিন্দা।

আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ইয়াসমিন আক্তার সেতু নামে এক গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয়রা জানান, সকালে নোয়াখালী থেকে ঢাকাগামী জোনাকি এক্সপ্রেস লাকসামগামী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা যাত্রী দেলোয়ার মারা যান এবং অটোরিকশার আরো চার যাত্রী গুরুতর আহত হন। নিহতের মরদেহ স্বজনরা নিয়ে গেছেন।

লাকসাম ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট ইব্রাহিম খলিল বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠিয়েছিলাম। তবে পুলিশ গিয়ে সেখানে মরদেহ কিংবা দুঘর্টনা কবলিত অটোরিকশা পায়নি।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।