শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক মন্ত্রণালয়ের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিল থেকে নিহত এবং আহত শ্রমিক পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করবেন।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় টঙ্গীস্থ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের উপ-মহাপরিদর্শকের কার্যালয় প্রাঙ্গণে আর্থিক সহায়তা দেওয়া হবে।
শ্রম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছর ১০ সেপ্টেম্বর টঙ্গীতে টাম্পাকো ফয়লস লি. কারখানায় অগ্নি দুর্ঘটনায় কর্মরত অবস্থায় ৩২ জন শ্রমিক নিহত এবং ৪০ জন আহত হন। কয়েক দিন চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছিলো।
দুর্ঘটনায় নিহত ৩২ জনের পরিবারের সদস্যদের দুই লাখ করে, আহত ৪০ জনের মধ্যে ৩০ জনের পরিবারের সদস্যদের মধ্যে ৫০ হাজার করে এবং ৯ জনের পরিবারের সদস্যদের মধ্যে ৩৫ হাজার টাকার চেক হস্তান্তর করা হবে।
নিহত এবং আহত মিলে ৭২ জন শ্রমিকের পরিবারের সদস্যদের ৮২ লাখ টাকার বেশি দেওয়া হবে, জানান আকতারুল।
তিনি আরও জানান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মাধ্যমে একজন আহত শ্রমিকের পরিবারের সদস্যদের ৫০ হাজার এবং ৯ জন শ্রমিকের চিকিৎসা বাবদ ১৫ হাজার করে আর্থিক সহায়তা ইতোমধ্যে দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭
এমআইএইচ/এটি