ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রপ্তানি আয় বেড়েছে, বললেন প্রধানমন্ত্রী

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৭
রপ্তানি আয় বেড়েছে, বললেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদ ভবন থেকে: দেশের ব্যক্তিখাতের বিনিয়োগকে প্রয়োজনীয় নীতিগত সহায়তা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করায় রাপ্তানি আয় বেড়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে দশম জাতীয় সংসদের ১৪তম অধিবেশনে টেবিলে উত্থাপিত নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী একথা জানান।
 
সংসদে দেওয়া প্রধানমন্ত্রীর লিখিত উত্তরে বলা হয়, বিগত ৭ বছরে রাজস্ব আয় বেড়েছে।

বর্তমান সরকার দায়িত্ব গ্রহণকালে প্রবৃদ্ধির হার ছিলো মাত্র ৫ দশমিক ১ শতাংশ, যা ২০১৫-১৬ অর্থবছরে বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ১১ শতাংশ।
 
তিনি আরও বলেন, রাজস্ব সংগ্রহ ব্যবস্থাপনায় নেওয়া বিভিন্ন প্রশাসনিক ও আইনি সংস্কার, জনবল বৃদ্ধি, অটোমেশন পদ্ধতি প্রবর্তন রাজস্ব আহরণে বিশেষ অবদান রাখছে। সরকারের গত মেয়াদে ২০০৯-২০১৫ সাল পর্যন্ত রাজস্ব প্রবৃদ্ধির হার ছিল বার্ষিক ১৭ দশমিক ৬৪ শতাংশ, যা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি।
 
প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক ও সমষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা এবং বিদ্যুৎ-জ্বালানি-পরিবহনসহ ভৌত অবকাঠামো খাত উন্নয়ন ব্যক্তিখাতে ক্রমশ ত্বরান্বিত করছে। বেসরকারি বিনিয়োগ বৃদ্ধির জন্য ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। এরমধ্যে ১০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়ন প্রকল্পের কাজ এগিয়ে চলছে।
 
তিনি আরও বলেন, বিশ্ব অর্থনৈতিক মন্দা ও বাংলাদেশের প্রধানতম শ্রম বাজারের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় দেশে-বিদেশে গত সাতবছরে প্রায় ১ কোটি ৩৩ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। যা আগে কখনও হয়নি।
 
বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭
এসকে/এসএম/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।