ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোল সীমান্তে ২২২ কেজি গাঁজা জব্দ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৭
বেনাপোল সীমান্তে ২২২ কেজি গাঁজা জব্দ বেনাপোল সীমান্তে ২২২ কেজি গাঁজা জব্দ-ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত থেকে ২২২ কেজি গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এসময় কোনও পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে বেনাপোল সীমান্তের রঘুনাথপুর গ্রামের রেজাউল (৪০) নামে এক মাদক ব্যবসায়ীর বাড়ি থেকে এ গাঁজার চালান জব্দ করা হয়।

বিজিবি জানায়, তাদের কাছে খবর আসে ভারত থেকে মাদক পাচারকারীরা মাদকের একটি চালান নিয়ে রেজাউল নামে এক মাদক ব্যবসায়ীর বাড়িতে গুদাম জাত করছে।

পরে বিকেলে অভিযান চালিয়ে তার বাড়ির গোয়ালঘর, পুকুর পাড়, পরিত্যক্ত টয়লেট ও গর্ত থেকে ছয়টি ড্রামে ২২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এর আগে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান মাদক ব্যবসায়ী রেজাউল। তিনি রঘুনাথপুর গ্রামের করিম বক্সের ছেলে।

৪৯ ব্যাটালিয়ন বিজিবির রঘুনাথপুর ক্যাম্পের নায়েব সুবেদার আফজাল হোসেন বাংলানিউজকে জানান, মাদক ব্যবসায়ী রেজাউলকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭
এজেডএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।