বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে বেনাপোল সীমান্তের রঘুনাথপুর গ্রামের রেজাউল (৪০) নামে এক মাদক ব্যবসায়ীর বাড়ি থেকে এ গাঁজার চালান জব্দ করা হয়।
বিজিবি জানায়, তাদের কাছে খবর আসে ভারত থেকে মাদক পাচারকারীরা মাদকের একটি চালান নিয়ে রেজাউল নামে এক মাদক ব্যবসায়ীর বাড়িতে গুদাম জাত করছে।
এর আগে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান মাদক ব্যবসায়ী রেজাউল। তিনি রঘুনাথপুর গ্রামের করিম বক্সের ছেলে।
৪৯ ব্যাটালিয়ন বিজিবির রঘুনাথপুর ক্যাম্পের নায়েব সুবেদার আফজাল হোসেন বাংলানিউজকে জানান, মাদক ব্যবসায়ী রেজাউলকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭
এজেডএইচ/আরবি