ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

উত্তরায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৭
উত্তরায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৫) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতের অভিযান

ঢাকা: রাজধানীর উত্তরায় দু’টি রেস্টুরেন্ট ও একটি ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৫) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুর এপিবিএন-৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান রুবেল এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক (উপ-সচিব) মো. আব্দুল মজিদ ও সহকারী পরিচালক ফাহ্মিনা আক্তার এ অভিযান পরিচালনা করেন।

এপিবিএন-৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান রুবেল জানান, মেয়াদোর্ত্তীণ খাবার মজুদ রেখে বিক্রয় করায় উত্তরায় আমেরিকান বার্গারের ব্যবস্থাপক বশির উদ্দিনকে ২৫ হাজার টাকা, বাংলা রেস্তোরাঁ অ্যান্ড মিনি পার্টি প্যালেসে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করে বিক্রয় করায় ব্যবস্থাপক মোজাম্মেল হককে ১০ হাজার টাকা এবং মা ফার্মেসি অ্যান্ড মেডিসিন কর্নারে ওষুধের মূল্য, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ লিপিবদ্ধ না করে ওষুধ বিক্রয় করায় ব্যবস্থাপক দুরুল হুদাকে ৫ হাজার টাকা করে সর্বমোট ৪০ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফত।


    
ঢাকা মহানগর এলাকায় এপিবিএন-৫ এর ভেজাল বিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও জানান সিনিয়র সহকারী পুলিশ সুপার সাইদুর রহমান রুবেল।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭
আরআইএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।