ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে ভুয়া চিকিৎসকের জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৭
ধামরাইয়ে ভুয়া চিকিৎসকের জরিমানা ধামরাইয়ে ভুয়া চিকিৎসকের জরিমানা-ছবি: বাংলানিউজ

ধামরাই: ধামরাই পৌরসভার ছয়বাড়িয়া শাবুদ্দিনের মার্কেটে বিনামূল্যে চোখের চিকিৎসা দেওয়ার সময় মিজানুর রহমান নামে এক ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৮ ফেব্রুয়ার) বিকেল ৩টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট তাসলিমা মোস্তারী এ আদেশ দেন।

সকাল থেকে ধামরাই ঢুলিভিটা মমতাজ ডায়াবেটিক অ্যান্ড জেনারেল হাসপাতালের নামে প্যাড ব্যবহার করে রোগীদের চোখের চিকিৎসা ও ব্যবস্থাপত্র দিতে থাকেন মিজানুর নামে এক ডাক্তার।

তার বাড়ি মানিকগঞ্জ জেলার শিবালয় থানার বরাঙ্গাইল গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
 
ধামরাই উপজেলার সরকারি হাসপাতালের কর্মকর্তা ডা. মোয়াজ্জেম হোসেন খান বাংলানিউজকে বলেন, ছয়বাড়িয়া এলাকায় ক্যাম্প তৈরি করে চোখের চিকিৎসা দিচ্ছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই চিকিৎসককে হাতে নাতে ধরে ফেলি। পরে চিকিৎসা বিষয় নিয়ে তাকে প্রশ্ন করলে তিনি উত্তর দিতে ব্যর্থ হন। সে সঙ্গে তার ডিগ্রি ও চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র দেখতে চাইলে তিনি কিছুই দেখাতে পারেননি।

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিনমাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।