বুধবার (৮ ফেব্রুয়ার) বিকেল ৩টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট তাসলিমা মোস্তারী এ আদেশ দেন।
সকাল থেকে ধামরাই ঢুলিভিটা মমতাজ ডায়াবেটিক অ্যান্ড জেনারেল হাসপাতালের নামে প্যাড ব্যবহার করে রোগীদের চোখের চিকিৎসা ও ব্যবস্থাপত্র দিতে থাকেন মিজানুর নামে এক ডাক্তার।
ধামরাই উপজেলার সরকারি হাসপাতালের কর্মকর্তা ডা. মোয়াজ্জেম হোসেন খান বাংলানিউজকে বলেন, ছয়বাড়িয়া এলাকায় ক্যাম্প তৈরি করে চোখের চিকিৎসা দিচ্ছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই চিকিৎসককে হাতে নাতে ধরে ফেলি। পরে চিকিৎসা বিষয় নিয়ে তাকে প্রশ্ন করলে তিনি উত্তর দিতে ব্যর্থ হন। সে সঙ্গে তার ডিগ্রি ও চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র দেখতে চাইলে তিনি কিছুই দেখাতে পারেননি।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিনমাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।
বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭
আরবি/আরএ