ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বিদ্যুৎ চুরির দায়ে সাত মাসে সাড়ে ২০ কোটি টাকা জরিমানা

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৭
বিদ্যুৎ চুরির দায়ে সাত মাসে সাড়ে ২০ কোটি টাকা জরিমানা

জাতীয় সংসদ ভবন থেকে: বিদ্যুৎ চুরির দায়ে গত সাত মাসে ২০ কোটি ৪৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে সংসদে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

গত বছরের ১ জুলাই থেকে এ পর্যন্ত জরিমানা করা হয়।

বুধবার (৮ ফেব্রুয়ারি) দশম জাতীয় সংসদে এম আবদুল লতিফের টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

সংসদে প্রতিমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অন্তর্ভুক্ত পল্লী বিদ্যুৎ সমিতিসমূহ ২০১৬ সালের ১ জুলাই থেকে এ পর্যন্ত ২ হাজার ৮৫৮টি প্রতিষ্ঠানকে ৭ কোটি ৯০ লাখ ৭১ হাজার ৬০৮ টাকা জরিমানা করে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতায় ৫০৮টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, ৬৩৬টি মামলা এবং সাড়ে ১৯ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) বিদ্যুৎ চুরির অভিযোগে ৯৭৪টি পেনাল বিলের বিপরীতে ৮ কোটি ৪৭ লাখ ৮০ হাজার ৪৯৩ টাকা ৮৯ পয়সা জরিমানা আদায় করেছে।

এছাড়া ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) ৭৬৪টি প্রতিষ্ঠানকে বিদ্যুৎ চুরির অভিযোগে ৩ কোটি ৪১ লাখ ২৬ হাজার ৪০৮ টাকা জরিমানা করে।

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) ৩১৮টি প্রতিষ্ঠান/ব্যক্তির কাছ থেকে ৫১ লাখ ৯৮ হাজার ২৬৫ টাকা জরিমানা আদায় করেছে।

** প্রকৃত সাংবাদিকদের তালিকা করা হচ্ছে
** ১৭৩২ অনলাইন পত্রিকার নিবন্ধন প্রক্রিয়াধীন
** রপ্তানি আয় বেড়েছে, বললেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭
এসকে/এসএম/আরআইএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।