পটুয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কুয়াকাটার জিরোপয়েন্ট থেকে বেড়িবাঁধ ঘেষা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সম্পত্তিতে এ অভিযান চালানো হয়।
অভিযানে ১১২টির মতো অবৈধভাবে নির্মিত দোকান ঘর উচ্ছেদ করা হয়েছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম সাদিকুর রহমানের নেতৃত্বে অভিযানে এসময় উপস্থিত ছিলেন- নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেন ও পাউবো কলাপাড়া সার্কেলের নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের।
ইউএনও এ বি এম সাদিকুর রহমান বাংলানিউজকে জানান, কুয়াকাটায় এখনও সরকারি জমিতে যেসব অবৈধ স্থাপনা রয়েছে পর্যায়ক্রমে সেসব স্থাপনাও দ্রুততম সময়ের মধ্যে উচ্ছেদ করা হবে।
৮ জানুয়ারি কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকা থেকে পটুয়াখালী জেলা প্রশাসন ৬০টি অবৈধ দোকান ঘর উচ্ছেদ করে।
বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭
এমএস/আরবি