ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

স্যাভলনের ‘ক্লিন বাংলাদেশ’ ক্যাম্পেইন শুরু 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৭
স্যাভলনের ‘ক্লিন বাংলাদেশ’ ক্যাম্পেইন শুরু  ‘স্যাভলন-ক্লিন বাংলাদেশ’ শীর্ষক ক্যাম্পেইনের উদ্বোধন। ছবি: কাশেম হারুন

ঢাকা: দেশ পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখতে, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি হাতে নিয়েছে এসিআই পণ্য ও দেশের অন্যতম অ্যান্টিসেপটিক ব্রান্ড স্যাভলন।

বুধবার (৮ ফেব্রুয়ারি) থেকে তেজগাঁও বাণিজ্যিক এলাকায় এসিআই সেন্টারে কথাসাহিত্যক আনিসুল হক ‘স্যাভলন-ক্লিন বাংলাদেশ’ শীর্ষক এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন।  

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) থেকে দেশব্যাপী চলবে এ ক্যাম্পেইন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- এসিআই কনজ্যুমার ব্রান্ডস এর এক্সিকিউটিভ ডিরেক্টর এবং এসিআই সল্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ আলমগীর, বিজনেস ডিরেক্টর মো. কামরুল হাসান এবং জেনারেল ম্যানেজার (সেলস) মো. জাকির হোসাইন।

স্যাভলনের ‘ক্লিন বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন‘চলো জীবানুমুক্ত বাংলাদেশ গড়ি’ স্লোগান নিয়ে ক্যাম্পেইনটি আনন্দ, বিনোদন ও কার্যকর উপায়ে জনগণের মাঝে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তারা।

আনিসুল হক দেশের অপরিচ্ছন্নতার কথা তুলে ধরে বলেন, এদেশের জনগণ ও ঢাকা শহরের মতো পৃথিবীর আর কোথাও নৃগোষ্ঠী বা শহর নেই, যারা এত নোংরা। এর ৯০ ভাগ শুধুই সচেতনতার অভাবে।

এছাড়া সঠিকভাবে আইইনের প্রয়োগ না হওয়াকেও দায়ী করেন তিনি।

এসিআই কনজ্যুমার ব্রান্ডস এর এক্সিকিউটিভ ডিরেক্টর এবং এসিআই সল্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ আলমগীর বলেন, প্রতিবছর নানা বয়সের লাখ লাখ মানুষ পরিষ্কার পরিচ্ছন্নতাজনিত অসুস্থতায় আক্রান্ত হয়। প্রাণঘাতি রোগের কারণ আমরা নিজেরাই। পথে ঘাটে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলায় পরিবেশ দূষিত হচ্ছে। শুধু তাই নয়, এসব আবর্জনা প্রাণঘাতি ভাইরাস, ব্যাকটেরিয়া ও জীবাণুর উৎস।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি, স্যাভলন-ক্লিন বাংলাদেশ ক্যাম্পেইন আমাদের মাঝে নতুন এক দিগন্ত উন্মোচনের আশ্বাস নিয়ে আসবে। যা আগামী দিনের ভবিষ্যত নিশ্চিত করবে।

স্যাভলনের ‘ক্লিন বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধনএকটি পরিচ্ছন্ন শহর পরিচ্ছন্ন চিন্তার বিকাশ ঘটাতে পারে জানিয়ে তিনি বলেন, বছরব্যাপী এই ক্যাম্পেইনের মাধ্যমে আশেপাশের রাস্তাঘাট, বাসাবাড়ি সর্বোপরি নিজেদের পারিপার্শ্বিক পরিবেশটাকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে প্রতিটি মানুষকে সচেতন করা হবে।

তিনি বলেন, ‘ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেলার কোনো বিকল্প নেই’- ক্যাম্পেইনটির মাধ্যমে আমরা মানুষের মানসিকতাকে আরও উদ্বুদ্ধ করতে চাই। কারণ, পরিষ্কার পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত পরিবেশের পাশাপাশি ব্যক্তি পরিচ্ছন্নতাও জরুরি।

সৈয়দ আলমগীর বলেন, বহু বছর ধরে বাংলাদেশের প্রতিটি পরিবারকে সুরক্ষা দিয়ে আসছে স্যাভলন। দেশের অসংখ্য স্কুলের লাখো শিক্ষার্থী সঠিকভাবে হাত ধোয়ার নিয়ম জানে। কারণ, স্যাভলন টিম স্কুলগুলোতে তাদের নিয়মিত কার্যক্রম পরিচালনা করে আসছে। ক্ষত-পোড়া ও কাঁটা-ছেঁড়া প্রতিবারে জীবাণুমুক্ত গোসলে ও ঘরের মেঝের পরিচ্ছন্নতায় স্যাভলন নিশ্চিত করেছেন জীবাণু মুক্ত প্রতিদিন। প্রাথমিক চিকিৎসার একটি অবিচ্ছেদ্য অংশও তাই স্যাভলন।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭
জেপি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।