বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সেলিমের বাড়ি এনায়েতপুর থানার গোপরেখী গ্রামে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউর রহমান বাংলানিউজকে জানান, বিকেলে সেলিম ও তার সঙ্গী মোটরসাইকেলে করে এনায়েতপুর থেকে সিরাজগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে কড্ডার মোড় এলাকায় এলে ঢাকাগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সেলিমের মৃত্যু হয়। এসময় গুরুতর আহত হন অপর আরোহী।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালকসহ ট্রাকটিকে আটক করে এবং আহতকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।
বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭
আরবি/