ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

দাগনভূঞায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৭
দাগনভূঞায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত

ফেনী: ফেনীর দাগনভূঞা উপজেলায় সড়ক দুর্ঘটনায় ইব্রাহিম (৩৫) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।

বুধবার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা গেইট এলাকায় দুইটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

ইব্রাহিম লক্ষীপুর সদর থানার চরবতী ভাবানি গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে দুইটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক ইব্রাহিম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দাগনভূঞা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার ‍অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।