বক্তারা বলেন, পরোক্ষ ধূমপানের ভয়াবহতা কমাতে পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে তামাক নিয়ন্ত্রণ করা জরুরি হয়ে পড়েছে। এ ক্ষেত্রে মোবাইল কোর্ট বিশাল ভূমিকা রাখতে পারে।
বক্তারা আরও বলেন, বর্তমানে তামাক কোম্পানিগুলো আইন লঙ্ঘন করে তামাকপণ্যের প্রচারণা অব্যাহত রেখেছে। ফলে অপ্রাপ্তবয়সীরা তামাক গ্রহণে অভ্যস্ত হচ্ছে। তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে দুর্বলতার কারণে এমনটা হচ্ছে বলে মত প্রকাশ করেন তামাকবিরোধী মিডিয়া জোটের সদস্যরা।
অ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডির সভাকক্ষে অনুষ্ঠিত তামাকবিরোধী মিডিয়া জোট ‘আত্মা’ রাজশাহী বিভাগের আঞ্চলিক এ সভায় সভাপতিত্ব করেন আত্মার বিভাগীয় সদস্য ড. আইনুল হক।
এসিডির প্রকল্প সমন্বয়ক এহসানুল আমিন ইমনের সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন জোটের সদস্য ও বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট শরীফ সুমন, রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক আমাদের রাজশাহীর বার্তা সম্পাদক জিয়াউল হক জিয়া, বাংলাভিশন রাজশাহী প্রতিনিধি পারিতোষ চৌধুরী আদিত্য, ইন্ডিপেন্ডেন্ট টিভির বিভাগীয় প্রধান আহসান হাবিব অপু, দেশ টিভির প্রতিনিধি এস এম আতিক, গণমানুষের খবর সম্পাদক মো. আক্কাস আলী, দৈনিক যায়যায়দিন পাঁচবিবি প্রতিনিধি মো. আহসান হাবীব, বাংলাদেশ টুডের জয়পুরহাট প্রতিনিধি মাশরেকুল আলম, দৈনিক জনদেশ নাটোর এর মো. মোবারক আলী, নতুন প্রভাত ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক সোহেল মাহবুব, দৈনিক সোনারদেশ'র উপজেলা প্রতিনিধি এ কে তোতা প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭
এসএস/আরআইএস/এএ