‘মানবে কেন? তারা তো রাজনীতি করে না, তারা জ্বালাও-পোড়াও করে, মানুষ হত্যা করে’।
বুধবার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
এ সময় সভাপতির চেয়ারে ছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
খালেদা জিয়ার উদ্দেশ্যে নাভানা আক্তার বলেন, ‘রাজনীতি করতে হলে সংবিধান মেনে করতে হবে, আগে এদেশের মানুষের কাছে অতীতের কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে হবে। সেটি করতে না পারলে আপনাকে (খালেদা জিয়া) পাকিস্তানে চলে যেতে হবে’।
তিনি বলেন, ‘খালেদা জিয়া এদেশের মানুষকে পুড়িয়ে হত্যা করে আবার ক্ষমতায় বসতে চান। কিন্তু এদেশের মানুষ তাকে আর ভোট দেবেন না’।
** বিদ্যুৎ চুরির দায়ে সাত মাসে সাড়ে ২০ কোটি টাকা জরিমানা
** প্রকৃত সাংবাদিকদের তালিকা করা হচ্ছে
** ১৭৩২ অনলাইন পত্রিকার নিবন্ধন প্রক্রিয়াধীন
** রপ্তানি আয় বেড়েছে, বললেন প্রধানমন্ত্রী
বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭
এসএম/এসকে/ওএইচ/এএসআর