আটককৃত মেহেদী টাঙ্গাইলের মধুপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর।
বুধবার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে তাকে আটক করা হয়েছে বলে বাংলানিউজকে জানিয়েছেন দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।
তিনি জানান, টাঙ্গাইলের সজেকা কার্যালয়ের উপ-পরিচালক তৌফিকুল ইসলাম ও উপ-সহকারী পরিচালক মোস্তফা বোরহান উদ্দিনের নেতৃত্বে দুদকের একটি দল টাঙ্গাইলের মধুপুর পৌরসভার কল্লোল মোড় থেকে আসামিকে গ্রেফতার করেন।
তিনি জানান, ২০১৪ সালের ০৪ ডিসেম্বর টাঙ্গাইলের মধুপুর থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। মামলাটির তদন্ত করতে পুলিশকে নির্দেশ দেন আদালত। তদন্ত করতে গিয়ে পুলিশ দেখে, ধর্ষণের শিকার ওই কিশোরীকে সাবালিকা প্রমাণের জন্য একটি ভুয়া জন্ম সনদপত্র ইস্যু করেন কাউন্সিলর মেহেদী। আসামি পাবলিক সার্ভেন্ট (জনপ্রতিনিধি) হওয়ায় পুলিশ তদন্তের জন্য ওই মামলা আবার দুদকে পাঠায়।
তদন্তকালে আসামির সংশ্লিষ্টতা পাওয়ায় বুধবার তাকে আটক করে দুদক।
আসামি মেহেদীকে বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) আদালতে পাঠানো হবে বলে দুদক সূত্রে জানা গেছে।
বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭
এসজে/আরআইএস/এএটি/এএসআর