ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মাদক-বিভিন্ন ব্যাংকের চেক বইসহ নারায়ণগঞ্জে আটক দুই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৭
মাদক-বিভিন্ন ব্যাংকের চেক বইসহ নারায়ণগঞ্জে আটক দুই

নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জ থেকে চার হাজার পিস ইয়াবা ও বিভিন্ন ব্যাংকের চেক বইসহ দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।বুধবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশ জানায়, সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

এদিন সকালে সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ডাচ বাংলা ব্যাংকের সামনে থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন জাহিদুল ইসলাম (২৬) ও জীবন (২২)।

তাদের দুইজনেরই বাড়ি রূপগঞ্জে।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) গিয়াসউদ্দিন জানান, জাহিদুল ইসলাম ও জীবন দীর্ঘ দিন যাব‍ৎ কক্সবাজারের টেকনাফ ও কুমিল্লা থেকে ইয়াবা সংগ্রহ করে জেলার রূপগঞ্জ-সিদ্ধিরগঞ্জ এবং এর আশে পাশের এলাকায় বিক্রি করতো।

ওই দুই যুবককে ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, জানান গিয়াসউদ্দিন।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।