বুধবার (০৮ ফেব্রুয়ারি) দশম জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত সামশুল হক চৌধুরীর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, অর্থনীতি ও সামাজিক সূচকের অধিকাংশ ক্ষেত্রেও বাংলাদেশ দক্ষিণ এশিয়ার এবং নিম্ন-আয়ের দেশগুলোকে ছাড়িয়ে গেছে।
তিনি বলেন, সিটি গ্রুপ এ বিবেচনায় ২০১০ হতে ২০৫০ সময়ে বিশ্বে সম্ভাব্য প্রবৃদ্ধি সঞ্চালক ‘থ্রি-জি (গ্লোবাল গ্রোথ জেনারেটর) কান্ট্রিরিজ’ এবং বিনিয়োগের আকর্ষণীয় গন্তব্য হিসেবে জেপি মর্গান এর ফ্রন্টিয়ার ফাইভ তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশ।
তিনি আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে দারিদ্র্য হ্রাসে বাংলাদেশের সাফল্যকে বিশ্বব্যাংক মডেল হিসেবে বিশ্বব্যাপী উপস্থাপন করছে।
মামুনুর রশীদ কিরণের অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, একমাত্র আওয়ামী লীগেই পারবে বাংলাদেশকে জাতির পিতার স্বপ্নে উন্নত সমৃদ্ধ সোনার বাংলা প্রতিষ্ঠা করতে।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উচ্চ মধ্যম আয়ের দেশ পেরিয়ে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ, সুখী এবং উন্নত জনপদে পরিণত করার ব্যাপারে দৃঢ় সংকল্পবদ্ধ।
অর্থনৈতিক উন্নয়ন প্রসঙ্গে ১৯৭৪ সালের ১৫ ডিসেম্বর জাতির উদ্দেশে দেয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের অংশবিশেষ উদ্ধৃত করে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশের মর্যাদা অর্জন করেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, একমাত্র আওয়ামী লীগেই পারবে বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে জাতির পিতার স্বপ্নে উন্নত সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে প্রতিষ্ঠিত করতে।
বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭
এসএম/এসকে/পিসি
**বিদ্যুৎ চুরির দায়ে সাত মাসে সাড়ে ২০ কোটি টাকা জরিমানা
** প্রকৃত সাংবাদিকদের তালিকা করা হচ্ছে
** ১৭৩২ অনলাইন পত্রিকার নিবন্ধন প্রক্রিয়াধীন
**‘খালেদাকে সিইসি করলেও বিএনপি মানবে না’
** রপ্তানি আয় বেড়েছে, বললেন প্রধানমন্ত্রী