বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল আউয়াল তাদের এ জরিমানা করেন।
ওই চার বখাটে হলো- শ্রীপুর উপজেলা এলাকার টিপু সুলতানের ছেলে ফাহিম, হারিছ উদ্দিনের ছেলে বিপাস, আলমগীর হোসেনের ছেলে দিপ্ত ও আব্দুল আউয়ালের ছেলে রাহাত।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, ওই চার বখাটে গোপনে কলেজের ছাত্রীদের ছবি তোলে। এসময় এলাকাবাসী পুলিশে খবর দিলে ওই চার বখাটেকে আটক করা হয়।
পরে ইউএনও মোহাম্মদ আব্দুল আউয়ালের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের ২১ হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭
আরএস/এএটি/এসএইচ