বাংলাদেশে অনুষ্ঠিত বিশ্বের অর্ধেকেরও বেশি জনসংখ্যা অধ্যুষিত উন্নয়নশীল দেশগুলোর সমন্বয়ে গঠিত ‘ই-৯’ শিক্ষা ও উন্নয়ন ফোরামের সম্মেলনকে কেন্দ্র করে বাংলাদেশসহ অতিথিদের কাছে পাঠানো প্যারিসের ইউনেস্কো সদর দপ্তর থেকে ই-মেইলে ভুলটি করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের নজরে এলে দুঃখ প্রকাশ করে সংশোধনী পাঠায় ইউনেস্কো।
শিক্ষা মন্ত্রণালয়ের ধারণা, আগের চেয়ারম্যান পাকিস্তানের শিক্ষামন্ত্রী থাকায় সফট কপি থেকে কাট অ্যান্ড পেস্ট করায় ভুলটি হয়েছিল। ইউনেস্কোর সদর দপ্তরে ‘ই-৯’র সেক্রেটারিয়েট থেকে দুঃখ প্রকাশ করে পরবর্তী সংশোধনী মেইল পাঠায়।
রাজধানীর র্যাডিসন হোটেলে গত ৫-৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল ‘ই-৯’ ফেরামের সম্মেলন। এবারের সম্মেলনে বাংলাদেশ চেয়ারম্যান মনোনীত হয়েছে।
ইউনেস্কোর এডুকেশন ফর অল কর্মসূচির আওতায় গঠিত এই ‘ই-৯’ ফোরামের সদস্য দেশগুলো হচ্ছে বাংলাদেশ, ব্রাজিল, চীন, মিশর, ভারত, ইন্দোনেশিয়া, মেক্সিকো, নাইজেরিয়া ও পাকিস্তান।
সম্মেলনের আগে শিক্ষামন্ত্রীর নামের সঙ্গে ‘দ্য ইসলামিক রিপাবলিক অব বাংলাদেশ’ বসানো হয়েছিল। এ চিঠি গেছে আরও অতিথির কাছে। পাকিস্তানের সাংবিধানিক নাম- ‘দ্য ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান’।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমদ বাংলানিউজকে বলেন, ইউনেস্কো হেড কোয়ার্টার থেকে এগুলো হয়েছে।
তিনি বলেন, শুরুতে নামের তালিকায় একটা ভুল হয়েছিল। আগের চেয়ারম্যান ছিল পাকিস্তান। সম্ভবত সফট কপি থেকে ‘ইসলামিক রিপাবলিক’ নিয়ে বাংলাদেশের সামনে বসানো হয়েছিল।
‘তবে যখনই আমাদের নজর পড়েছে, তখনই আমরা কথা বলেছি, কয়েক মিনিটের মধ্যে দুঃখ প্রকাশ করে সংশোধনী দিয়ে আবারও মেইল পাঠিয়েছে তারা। ’
কাট অ্যান্ড পেস্টের কারণে আরও একটি জায়গায় যেখানে বাংলাদেশের নাম হবে সেখানে ইন্ডিয়ার নাম রয়ে গিয়েছিল বলে জানান অতিরিক্ত সচিব মুফাদ।
ইউনেস্কোর ফাংশনে গঠিত হওয়ায় সংস্থার মহাপরিচালক ইরিনা বোকোভা অংশ নিয়েছিল।
স্পর্শকাতর ভুলের বিষয়ে ইউনেস্কো কমিশন বাংলাদেশের মহাসচিব মো. মঞ্জুর হোসেনের মোবাইলে ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭
এমআইএইচ/এসএইচ