ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

‘মাদকের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৭
‘মাদকের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে’ মাদক বিরোধী সভায় ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: মাদকের সঙ্গে জড়িতদের অচিরেই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

তিনি বলেন, জড়িতরা যে দলেরই হোক না কেন তাদের আইনের আওত‍ায় আনা হয়। সবার সহযোগিতা পেলেই কেবলমাত্র ময়মনসিংহকে মাদকমুক্ত করা সম্ভব।

বুধবার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহ নগরীর কৃষ্টপুর রেল কলোনি চত্বরে কোতোয়ালি মডেল থানা পুলিশ আয়োজিত মাদক বিরোধী এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন- জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মমতাজ উদ্দিন মন্তা, মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক জাহাঙ্গীর আহমেদ প্রমুখ।

সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭
এমএএএম/ওএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।