ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গার্মেন্টস কর্মীদের আর্থিক সহায়তা দিচ্ছে সরকার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৭
গার্মেন্টস কর্মীদের আর্থিক সহায়তা দিচ্ছে সরকার

ঢাকা: শতভাগ রফতানিমুখী গার্মেন্টস শিল্পে কর্মরত শ্রমিকদের জন্য গঠিত কেন্দ্রীয় তহবিল থেকে শ্রমিকদের আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হকের সভাপতিত্বে বুধবার (০৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শতভাগ রফতানিমুখী গার্মেন্টস শিল্প সেক্টরের জন্য গঠিত কেন্দ্রীয় তহবিল পরিচালনা বোর্ডের তৃতীয় সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
 
সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২০১৬ সালের অক্টোবর থেকে শতভাগ রফতানিমুখী গার্মেন্টস শিল্পে কর্মরত শ্রমিকদের বীমার টাকা এবং গত জানুয়ারি থেকে মৃত্যুবরণকারী শ্রমিকদের কেন্দ্রীয় তহবিল থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে।


 
সভায় জানানো হয়, রফতানিমুখী গার্মেন্টস শিল্পের মোট রফতানি অর্থের ০.০৩ শতাংশ অর্থ সরাসরি এ তহবিলে জমা হয়। গত জুলাই থেকে এ তহবিলে ২৬ কোটি টাকার বেশি জমা হয়েছে।
 
বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী কোনো শ্রমিক কর্মক্ষেত্রে মৃত্যুবরণ করলে তিন লাখ টাকা, কর্মক্ষেত্রের বাইরে মৃত্যুবরণ করলে দুই লাখ টাকা, আহত হলে বা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে এক লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।

এছাড়া কোনো শ্রমিক মৃত্যুবরণ করলে বীমা বাবদ দুই লাখ টাকা আর্থিক সহায়তা পাবে।
 
সভায় সাবেক যুগ্ম-সচিব ড. আনিসুল আওয়ালকে কেন্দ্রীয় তহবিল মহাপরিচালক পদে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে।
 
সভায় উপস্থিত ছিলেন- মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, যুগ্ম-সচিব আমিনুল ইসলাম বিজিএমইএ’র সভাপতি সিদ্দিকুর রহমান, বিকেএমইএ’র সহ-সভাপতি এএইচ আসলাম সানী, মনসুর আহমেদ, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, শ্রমিক নেতা বদরুদ্দোজা নিজাম এবং সিরাজুল ইসলাম রনি প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭
এমআইএইচ/আরআইএস/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।