বুধবার (৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাবেক খাদ্যমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপির পৃষ্টপোষকতায় এ চিকিৎসা সেবা দেওয়া হয়।
বিনামূল্যে এ চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন- ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মীর ফারুক আহমাদ ফরিদ।
জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটের প্রফেসর ডা. রাজিবুল হক রাজিবের নেতৃত্বে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং মিডফোর্ট হাসপাতালের ১৫ জন বিশেষজ্ঞ সার্জন ও চিকিৎসক এ সেবা দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, ইএনটি বিশেষজ্ঞ ডা. রাজিবুল হক রাজিব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফ আলী, আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সাজ্জাত হোসেন, প্রেসক্লাবের সম্পাদক আনছার আলী প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭
এনটি