ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ট্যাম্পাকোতে নিহত তিন শ্রমিকের মরদেহ হস্তান্তর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৭
ট্যাম্পাকোতে নিহত তিন শ্রমিকের মরদেহ হস্তান্তর

ঢাকা: টঙ্গীর বিসিক শিল্পনগরীতে ট্যাম্পাকো ফয়েলস কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে নিহত তিন শ্রমিকের পরিচয় শনাক্ত করে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

ট্যাম্পাকোর ওই ভয়াবহ দুর্ঘটনা ঘটে  গত বছরের ১০ সেপ্টেম্বর। এতে ৩৮ জনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতদের মধ্যে ৯ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব না হওয়ায় তাদের মরদেহ প্রায় ৫ মাস ধরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে ছিল।
 
ডিএনএ টেস্টের মাধ্যমে ওই ৯ জনের মধ্যে তিন শ্রমিকের পরিচয় শনাক্ত করার পর বুধবার (০৮ ফেব্রুয়ারি)  বিকেল ৫টায় স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। বাকি ছয়জনেরও ডিএনএ টেস্ট করা হলেও এখন পর্যন্ত পরিচয় অশনাক্ত থাকায় মরদেহগুলো মর্গে রয়েছে।

যাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে, তারা হলেন-কিশোরগঞ্জের মৃত আব্বাস আলীর পুত্র রফিকুল ইসলাম( ৩৫), লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার শিবপুরের আবু তাহেরের পুত্র রিয়াজ হোসেন মুরাদ (২১) ও সিলেটের গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণ খানিশাইল গ্রামের হাজী আব্দুল করিমের ছেলে রেদওয়ান আহমেদ(৩২)।
মর্গ সূত্র জানায়, রফিকুল ইসলামের মরদেহ তার স্ত্রী নার্গিস বেগম, রিয়াজ হোসেনের মরদেহ তার বাবা আবু তাহের ও রেদওয়ান আহমেদের মরদেহ তার ভাই সুফিয়ান আহমেদ গ্রহণ করেন।

টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ তালুকদার বলেন, ডিএনএ রিপোর্ট পজেটিভ আসায় এ তিনজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ওই ঘটনায় টঙ্গী থানায় দায়ের করা হত্যা এবং হত্যা চেষ্টার অভিযোগে দু’টি মামলার বিচারিক প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭
এজেডএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।