বুধবার (৮ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৭১ এর কাছে আলগারচর এলাকা দিয়ে হাতির একটি পাল ঢুকে পড়ে।
বিজিবির জামালপুর ৩৫ ব্যাটালিয়নের খেওয়ারচর ক্যাম্পের হাবিলদার আব্দুল খালেক বাংলানিউজকে জানান, রাতে হাতির পালটি আন্তর্জাতিক সীমানা পিলার ১০৭১ দিয়ে দেশের অভ্যন্তরে ঢুকে পড়ে।
ওই এলাকার বাসিন্দা ও যাদুরচর ইউনিয়নের (ইউপি) ৯নং ওয়ার্ড সদস্য হায়দার আলী বাংলানিউজকে জানান, প্রতিদিন সন্ধ্যার পর হাতির পাল কাঁটাতারের বেড়া ভেদ করে দেশের অভ্যন্তরে ঢুকে ব্যাপক ক্ষতি সাধন করছে। আবার ভোরের আলো ফুটলে তারা ফিরে যায়।
এভাবে গত তিন ধরে কুড়িগ্রামের রৌমারী সীমান্তের আলগার, খেওয়ারচর, লাঠিয়ালডাঙ্গা, বকবান্দা এলাকায় হাতির পালটি তাণ্ডব চালাচ্ছে। এ অবস্থায় সবচেয়ে বিপদে পড়েছে সীমান্তবর্তী এলাকার কৃষকরা। হাতির পালে ৪০টির বেশি হাতি রয়েছে বলেও জানান তিনি।
রাত সাড়ে ৯টা পর্যন্ত হাতির পালটি সীমান্তের ১০৭০ এর কাছে খেওয়ারচর বিজিবি ক্যাম্পের সামনে অবস্থান করছে।
বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭
এনটি/এমজেএফ/