বুধবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ইসাহাক আলী তালুকদার নলডাঙ্গা উপজেলার বৈদ্যবেলঘড়িয়া গ্রামের মৃত মজিদ তালুকদার এবং শামিম আহম্মেদ হরিদাকলসী গ্রামের মৃত সুলতান আহম্মেদের ছেলে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, গ্রেফতারকৃতদের মধ্যে ইসাহাক আলীর বিরুদ্ধে বেসরকারি গ্রামীণ উন্নয়ন সংস্থা খুলে গ্রাহকদের কাছ থেকে প্রতারণা করে অর্থ হাতিয়ে নিয়ে আত্মসাতের দায়ে বেশকিছু মামলা রয়েছে।
এরমধ্যে প্রতারণা ও অর্থ আত্মসাতের দায়ে ৪টি মামলার একটিতে ৫ বছর, একটিতে দুই বছর ও অপর দুইটি মামলায় এক বছর করে মোট ৯ বছরের সাজা হয়েছে।
সাজাপ্রাপ্ত অপর আসামি শামিম আহম্মেদের নামে দুইটি সিআর মামলার একটিতে এক লাখ ১৩ হাজার টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অন্যটিতে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে। এছাড়া অপর দুই আসামি আজিম ও সেন্টুর নামেও গ্রেফতারি পরোয়ানা ছিল।
সাজার রায়ের পর থেকে আসামিরা সবাই দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলেও জানান ওসি মোস্তফা কামাল।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০০৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
এমজেএফ/