ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পিরোজপুরে ইয়াবাসহ তরুণ আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৭
পিরোজপুরে ইয়াবাসহ তরুণ আটক

পিরোজপুরে ৫০ পিস ইয়াবাসহ সোহান খান (১৯) নামে এক তরুণকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় পৌরসভার দক্ষিণ কুমারখালী এলাকা থেকে তাকে আটক করা হয়।

সোহান পৌরসভার দক্ষিণ কুমারখালী এলাকার আফজাল খানের ছেলে।

ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জলিল বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক কেনাবেচার খবর পেয়ে কুমারখালী এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় সোহানকে ৫০পিস ইয়াবসহ আটক করা হয়। আটক সোহানের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এসআই আব্দুল জলিল।

বাংলাদেশ সময়: ০১০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।