ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীর সামরিক সচিবের ঠ্যাঙ্গার চর পরিদর্শন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৭
প্রধানমন্ত্রীর সামরিক সচিবের ঠ্যাঙ্গার চর পরিদর্শন প্রধানমন্ত্রীর সামরিক সচিব ঠ্যাঙ্গার চর পরিদর্শন করেন/ছবি: বাংলানিউজ

নোয়াখালী: মায়ানমারের মুসলিম রোহিঙ্গা শরণার্থীদের পুনর্বাসনের পদক্ষেপ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব মেজর জেনারেল আবেদীন নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ঠ্যাঙ্গার চর পরিদর্শন করেছেন।

বুধবার (৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলার দুর্গম দ্বীপ ঠ্যাঙ্গার চরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে সামরিক সচিব ওই চরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং দ্রুততম সময়ের মধ্যে একটি হেলিপ্যাড নির্মাণ, একটি জেটি নির্মাণ, গভীর নলকূপ নির্মাণ সহ নানাবিদ বিষয়ে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) দিক-নির্দেশনা দেন।

এ সময় হাতিয়ার সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী, পৌরসভার মেয়র একেএম ইউছুপ আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার রেজাউল করিম, হাতিয়ার সার্কেলের সহকারী পুলিশ সুপার নবজ্যোতি খীসা, হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ফারুক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।