বুধবার (৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলার দুর্গম দ্বীপ ঠ্যাঙ্গার চরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে সামরিক সচিব ওই চরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং দ্রুততম সময়ের মধ্যে একটি হেলিপ্যাড নির্মাণ, একটি জেটি নির্মাণ, গভীর নলকূপ নির্মাণ সহ নানাবিদ বিষয়ে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) দিক-নির্দেশনা দেন।
এ সময় হাতিয়ার সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী, পৌরসভার মেয়র একেএম ইউছুপ আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার রেজাউল করিম, হাতিয়ার সার্কেলের সহকারী পুলিশ সুপার নবজ্যোতি খীসা, হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ফারুক উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
এমজেএফ